ভাষাশহীদদের জন্য বিশেষ দোয়ায় অংশ নিলেন খালেদা

Slider জাতীয়

64716_ert

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বাদ আসর গুলশান কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কার্যালয়ের দোতলায় বসে মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন খালেদা জিয়া। নিচতলায় মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান শামীম। এতে শরিক হন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এমএ কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল-আমিন ডিউ, একান্ত সচিব আবদুস সাত্তার, প্রধান নিরাপত্তা সমন্বয়কারী কর্নেল (অব.) আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *