আমিন মোহাম্মদ
সৌদি আরব করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
রিয়াদঃ শুক্রবার সৌদি আরবের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী রোববার থেকে সৌদি আরবে রমজান শুরু হবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে ১৫জুন সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতেতে এ তথ্য জানিয়েছিলেন, আগামী ২৯ জুন সৌদি আরবে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। ওই বিবৃতিতে বলা হয়, আগামী ২৭ জুনের আগে চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সে অনুযায়ী ২৮ জুন শেষ হবে শাবান মাস। অন্তত ৩০ জন ইসলামিক জ্যোতির্বিদ এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বলেও জানানো হয়। বিবৃতিতে সব মুসলিম দেশের কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে, তারা যেন চাঁদ দেখার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেন। তারা আরো বলেন, আগামী ২৭ জুনের আগে খালি চোখে বা বিশেষ টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। অবশেষে জ্যোতির্বিদদের সেই পুর্বাভাষই সত্য প্রমাণিত হলো।