গাইবান্ধায় ১৩ ইউপিতে আওয়ামী লীগ ৩, বিদ্রোহী ৩, স্বতন্ত্র ৬, জামায়াত নেতা বিজয়ী

রংপুর


গাইবান্ধা:গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগের ৩ জন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ৩ জন, জামায়াতে ইসলামীর ১ জন এবং বাকি ৬টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগের তিন বিজয়ী হলেন- ঘাগোয়া ইউনিয়নে আওয়ামী লীগের আমিনুর জামান রিংকু, গিদারী ইউনিয়নে আওয়ামী লীগের হারুনুর রশীদ ইদু, মোল্লারচর ইউনিয়নে আওয়ামী লীগের সাইদুজ্জামান সরকার। বল্লমঝাড় ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুলফিকার রহমান, বাদিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাফায়াতুল হক, কামারজানি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিয়ার রহমান। লক্ষ্মীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আবুল কালাম আজাদ (মোটরসাইকেল),

রামচন্দ্রপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোসাব্বীর হোসেন, মালিবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোয়েব মো. রাসেল, খোলাহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুম হক্কানী, বোয়ালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম সাবু, সাহাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান, কুপতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *