আটকের’ পর বিএনপির ৬ নেত্রী মুক্ত

Slider ফুলজান বিবির বাংলা
khaleda_gulshan-offic_file-photo_119805_0
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে সংরক্ষিত আসনের সাবেক দুই এমপিসহ ‘আটক’ দলের ৬ নারী সদস্য ছাড়া পেয়েছেন।

ফাইল ছবি
 বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে খাবার নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২০/২৫ জন নারী সদস্য খালেদা জিয়ার কার্যালয়ের সামনে যায়। তখন সাবেক এমপি শায়লা আকতার ও নার্গিস আলীসহ ওই ৬ জনকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার এ তথ্য জানান।
আটক বাকি ৪ জন হলেন- ঢাকা মহানগর মহিলা দলের শিরিন আকতার, ঝর্ণা খান, নিলুফার নাসরিন এবং শামীমা সুলতানা।
এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) লুৎফুল কবীর সমকালকে জানান, গুলশান এলাকা থেকে (বৃহস্পতিবার) বিএনপির কোনো নারী সদস্যকে আটক করেনি পুলিশ।
তিনি বলেন, ‘যাদের আটকের কথা বলা হচ্ছে, তাদেরকে সেখান (খালেদার কার্যালয়ের সামনে) থেকে সরিয়ে দেয়া হয়েছিল।’
বিএনপি সূত্র জানায়, আটকের পর ওই ৬ নারী সদস্যকে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পান তারা।
এর আগে গত রোববার খাবার নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ে গিয়ে আটক হয়েছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তবে এক ঘণ্টা পর বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সঙ্গে জড়িত এ সঙ্গীতশিল্পীকে ছেড়ে দেয় পুলিশ।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাত থেকে গুলশান কার্যালয়ে রয়েছেন খালেদা জিয়া। এরপর দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি সেখান থেকেই তিনি দেশব্যাপী লাগাতার অবরোধের ডাক দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *