আফ্রিকান দেশ সিয়েরালিয়নে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৮৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।
স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় দেশটির রাজধানী ফ্রিটাউনে এ দুর্ঘটনা ঘটে। ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাঙ্কারটি শহরের একটি ব্যস্ত মোড়ে অন্য আরেকটি বাহনের সাথে সংঘর্ষ হলে এ বিপুল হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।
স্থানীয় মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যায় দুর্ঘটনাস্থলে রাস্তায় ছিন্নবিচ্ছিন্ন লাশগুলো পড়ে রয়েছে।
এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বাইও ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সম্ভব সবকিছু করবে।
ফ্রিটাউনের মেয়র দুর্ঘটনাকি মর্মস্পর্শী হিসেবে বর্ণনা করেছেন। তবে বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিষ্কার নয়।
এদিকে, আলজাজিরা জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় মর্গের ম্যানেজার জানিয়েছেন, তারা ৯১টি লাশ গ্রহণ করেছেন।