মেয়র পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী

Slider রাজনীতি

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হয়েছেন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। তবে তার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী হয়েছেন তারই স্ত্রী শাহেলা শারমিন। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর প্রার্থীর হওয়ার এ ঘটনা ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে স্বামী-স্ত্রী দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একেএম বদরুল আলম শাম্মীসহ চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পৌরসভায় মেয়র পদে লড়ছেন ছয়জন, কাউন্সিলর পদে ৮১ জন ও সংরক্ষিত নারী আসনে ২০ জন।

মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, ‘শাহেলা শারমীন আওয়ামী পরিবারের সদস্য। আশা করি প্রত্যাহারের শেষ সময়ের আগেই শাহেলাসহ অন্য বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করবেন।’ এ সময় নৌকা প্রতীকে ভোট দিয়ে দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে মনোয়ন যাচাই-বাছাইয়ের দিন হলফনামায় তথ্য গোপন করায় ৯জন এবং ঋণ খেলাপির দায়ে চার কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এর আগে মনোয়ন দাখিলের শেষ দিন ২ নভেম্বর জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

অন্য মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের বিদ্রোহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির আল মামুন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের জহির উদ্দিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনবিএন) আবদুর রহিম।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বলেন, ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১২ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ হবে ইভিএমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *