বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন ছিনতাই, আ.লীগ নেতার ছেলে আটক

Slider ফুলজান বিবির বাংলা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরের বলধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ওবায়দুর রহমানকে (৪৩) মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেওার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মাজেদ খানের ছেলে ফয়েজুল ইসলাম খানকে (৪৫) আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে মনোনয়নপত্র জমা দিতে যান।

নির্বাচন অফিসের সামনে যাওয়ার ‍পরই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলধারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মাজেদ খানের ছেলে ফয়েজুল ইসলাম, তার সহযোগী রামকান্তপুর গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠু (৩০), উত্তর পারিল গ্রামের জিয়াউর রহমানসহ (৪০) চার থেকে পাঁচজন তাকে মারধর করে মনোয়নপত্র ছিনিয়ে নেন।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বিকেলে ওবায়দুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে ফয়েজুলকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *