বিস্ফোরিত ঘর থেকে পেট্রোল বোমা-ককটেল উদ্ধার

Slider রাজনীতি

Boma__sm_887968006

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের সাপোড়পাড়া এলাকার বিস্ফোরিত তামাক ঘরের ভেতর থেকে চারটি পেট্রোল বোমা, তিনটি ককটেল ও বিস্ফোরিত দু’টি ককটেলের আলামত উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে এ বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘরের মধ্যে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
ককটেল দু’টির ওপর ইট পড়লে এ বিস্ফোরণ ঘটে বলে তিনি নিশ্চিত করেন।

এসময় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর পৌনে ১২টার সময় করমদী গ্রামের খেদের আলীর ছেলে কৃষক হাসান আলীর পরিত্যক্ত তামাক ঘরে সংস্কার কাজ করার সময় উপর থেকে ইট পড়ে বিকট শব্দে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *