দিনাজপুর ও মাগুরায় পুলিশের গুলিতে নিহত ২

Slider জাতীয়

58407_r-14

বিরোধী জোটের লাগাতার অবরোধের ৪১তম দিনে গতকাল দিনাজপুর এবং মাগুরায় দু’জন নিহত হয়েছে। দিনাজপুরের চিরিবন্দর উপজেলায় পুলিশের গুলিতে আহত শিবির নেতা মতিউর রহমানকে গতকাল ঢাকায় স্থানান্তরের পথে মারা যান। মাগুরায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন বিএনপি কর্মী মশিউর রহমান। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষ, পেট্র্রলবোমা ও ককটেল বিস্ফোরণ, ধরপাকড়, বিক্ষিপ্ত মিছিল সমাবেশ, সড়ক অবরোধ ইত্যাদি ঘটনার মধ্য দিয়ে বিরোধী জোটের ৬ষ্ঠ দফা হরতালের প্রথম দিনে সারা দেশ সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যাপক ধরাপাকড় করে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সন্ধ্যার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলা থেকে ২০ দলীয় জোটের আড়াই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে নারায়ণগঞ্জে একটি মালবাহী ট্রেনের দুইটি বগি পুড়ে গেছে। ঠাকুরগাঁওয়ে সংরক্ষিত মহিলা এমপি সেলিনা জাহান লিটার জনসভায় হামলা ও তার গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ফেনী, চট্টগ্রাম, সাভারে যানবাহনে পেট্রল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ ও আহত হয়েছে অন্তত ১১জন।

রাজধানীর চিত্র: গত রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সহিংসতার খবর পাওয়া গেছে। রাত ৯টায় গুলিস্তানে ইটিসি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় আদাবর বায়তুল আমান হাউজিং এলাকায় একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে মৎস্য ভবন এলাকায় তানজিল পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তার আগে পৌনে ৭টায় মালিবাগ বাজারে তুরাগ পরিবহনের ও চিটাগং রোডে সাদ্দাম মার্কেটের সামনে আশিয়ান পরিবহনের বাসে আগুন দেয়া হয়। প্রায় একই সময় যাত্রাবাড়ী, মানিকগর সড়কে তুরাগ পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৮টায় শনিরআখড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। এছাড়া পল্লবীর সিম্ফনি শো রুমের সামনে, পূরবী সিনেমা হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণজাগরণ মঞ্চের পেছনে পরপর ৮টি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় একজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ ঘটে। কে কোনদিক থেকে এটি নিক্ষেপ করেছে তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি কেউ। বিস্ফোরণে আহত ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, মঞ্চ থেকে পুলিশ বেশ দূরে ছিল। বিস্ফোরণের বিকট শব্দ শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ ওই এলাকার নিরাপত্তা জোরদার করে। প্রায় একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া ছাত্রীরা হলের বাইরে যাননি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ে কালিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই পরীবাগ ওভার ব্রিজে পাশে একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়। এর আগে বিকাল ৪টার দিকে তাঁতীবাজারে ‘স্কাইলাইন পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। বেলা সাড়ে ৩টায় মগবাজারের হাতিরঝিল সিগন্যালে একটি হলুদ ট্যাক্সিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সকাল সোয়া ৭টায় রূপসীবাংলা মোড়ে এসপি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টায় মালিবাগের মৌচাক মোড়ে সুপ্রভাত পরিবহনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বেলা আড়াইটার দিকে রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিসিসি কাঁচাবাজারের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটলে ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গুলশান থানার ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের রেলগেট এলাকায় কার্টনভর্তি ককটেল নিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হয়ে মো. কবির নামের এক যুবক আহত হয়েছেন। খিলগাঁও থানার ওসি মুস্তাফিজ ভূঁইয়া জানান, কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবেশক। তিনি সকালে খিলগাঁওয়ের আমানুল্লাহ সুপার মার্কেট থেকে একটি বড় কার্টন নিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কার্টনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কবিরের বাঁ হাতের তালু ও কবজি এবং বাঁ পায়ের পাতায় জখম হয়। পরে কবিরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কার্টনের ভেতরে হাতবোমা ছিল বলে জানান তিনি। এ ঘটনায় কবিরকে আটক করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় খিলগাঁও চৌরাস্তায় পুলিশকে লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সকাল ৯টায় ফার্মগেট এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ ঘটে।
মাগুরা ও দিনাজপুরে নিহত দুইজন: মাগুরা প্রতিনিধি জানান, শালিখা উপজেলার হাজামবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ চলাকালে মশিয়ার রহমান নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ সময় অবরোধকারীদের ছোড়া ককটেলে শালিখা থানার ওসিসহ পুলিশের ৫ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের হাজামবাড়ি এলাকায় বিএনপি-জামায়াতের কর্মীরা বেশ কয়েকটি পরিবহনে হামলা ও ভাঙচুর চালায়। শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশকে লক্ষ্য করে একাধিক ককটেল বোমা ছুড়লে শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ, এসআই হাফিজ, এসআই গৌতম, এসআই হাবিব, এসআই ইসমাইল হোসেন আহত হয়। অপরদিকে পুলিশও সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে। এ সময় ছয়ঘরিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান (৪৫) গুরুতর আহত হন। পরে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত বিএনপি নেতা শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের গোলাম নবীর ছেলে। অবরোধকারীদের ককটেলে আহত শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ এবং এসআই হাফিজ মাগুরা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় সংঘর্ষ চলাকালে ৫ রাউন্ড শটগানের গুলিবর্ষণের কথা স্বীকার করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল উদ্ধার করেছে বলে তিনি জানান। এদিকে স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, চিরিরবন্দর উপজেলার রানীবন্দরে পুলিশের গুলিতে আহত শিবির নেতা মতিয়ার রহমান চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে মারা গেছেন। গুলিবিদ্ধ শিবিরর নেতা মতিয়ার রহমানকে আটকের পর পুলিশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পায়ে দুটি এবং হাতে একটিসহ ৩টি গুলি বিদ্ধ হয় শিবির নেতা মতিয়ার। গুলিবিদ্ধ মতিয়ারের অবস্থার অবনতি হলে রাত পৌনে ২টায় তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টায় রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে মারা যান তিনি। জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দরে শনিবার রাত ৯টায় জামায়াত নেতা ডা. খোদা বক্সকে ডিবি পুলিশ গ্রেপ্তার করলে তার ভাই রানীবন্দর শিবিরের সাংগঠনিক শাখার সভাপতি মতিয়ার রহমান ও তার লোকজন লাঠিসোটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়। তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন রানীবন্দর শিবিরের সাংগঠনিক শাখার সভাপতি মতিয়ার রহমান (২৫)। পরে শহর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ শিবিরর নেতা মতিয়ার রহমানকে পুলিশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধ মতিয়ারের অবস্থার অবনতি হলে রাত পৌনে ২টায় তাকে ঢাকায় পাঠানো হয়।
নারায়ণগঞ্জে ট্রেনে আগুন
নারায়ণগঞ্জের ২ নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের দু’টি বগিতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ম-লপাড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ট্রেনটির দু’টি বগিতে আগুন ধরে যায়। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংরক্ষিত মহিলা আসন-৩০১ এর এমপি সেলিনা জাহান লিটার জনসভায় ইট পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় উপজেলার সেনুয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে  জনসভা চলাকালীন সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে সেলিনা জাহান লিটার ভাই লিওনসহ তিন জন আহত হন। এছাড়া এমপি লিটার প্রাইভেটকার সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে পেট্রল বোমা ও অপর একটিতে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। রাত পৌনে ৯টার দিকে মহাসড়কের ফেনী সদরের রামপুর রাস্তার মাথা ও মধুপুর রাস্তার মাথা এলাকায় এসব ঘটনা ঘটে। এতে হোসেন মিয়া নামে কাভার্ডভ্যানের হেলপার অগ্নিদগ্ধ ও চালক আব্দুল হালিম আহত হন। অপর কাভার্ডভ্যানের চালক উদয় ককটেলের স্পিøন্টারে আহত হন। গুরতর আহত অবস্থায় অগ্নিদগ্ধ হোসেন মিয়া ও উদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এদিকে নগরীর পাঁচলাইশ থানার আঁতুরার ডিপো এলাকায় প্রাইভেট কার ও একটি মিনি বাসে পেট্রল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে এক যাত্রী দগ্ধ হয়েছে। রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্রাকে পেট্রল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধাওয়া করলে দুর্বৃত্তরা জঙ্গলে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মেডিকেল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায়  মনিরুল ইসলাম মনির নামে এক যুবক আহত হয়েছে। রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওদিকে জামালপুর সদর উপজেলা বিএনপির ২৬ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। যানবাহন ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়। এ ছাড়া পৌর মেয়র ওয়ারেছ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে বন্দর উপজেলার সালেহনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নিয়ে যায়। রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে খালিশপুরে একটি ক্লিনিকে ভর্তি করে।
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি  জানান,  ৩  শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে পয়েন্ট এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, পুলিশ উপজেলা জামায়াতের শিক্ষা সম্পাদক, চকরামপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ওসমান গণি ও জামায়াত নেতা মাসুম মিয়াকে গ্রেপ্তার করেছে। ওসি মনিরুজ্জামান জানান, বিস্ফোরক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার সকালে নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় লোহাগড়া থানার এস আই নুরমোহাম্মাদ এর নেতৃত্বে একদল পুলিশ সকালে  ঘটোনা স্থলে পৌঁছে সন্দেহজনক বিএনপির দুই কর্মীকে আটক করেছে।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবা উদ্দিন খান জানান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান ভূঞার আদালতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।
মীরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম জানান, বারইয়ারহাট এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমার আগুনে দগ্ধ হয়েছে ট্রাকের হেলপার। শনিবার ভোরে পৌরসদরের রেল ক্রসিংয়ের পূর্ব পার্শ্বে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে। দগ্ধ  ট্রাকের হেলপার নজরুল ইসলামকে (২৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কুমিল্লা থেকে ভূষি নিয়ে চট্টগ্রাম আসার পথে বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় তাদের ট্রাকে  পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, হরতাল-অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদরও উল্লাপাড়া পুলিশ শনিবার গভীর রাত থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এদিকে, শনিবার রাতে সিরাজগঞ্জ শহরের ২নং পুলিশ ফাঁড়ির কাছে দুটি, সরকারি কলেজ হোস্টেলের কাছে একটি এবং ও উল্লাপাড়া পুরানো  বাসস্ট্যান্ড এলাকাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিলেট অফিস  জানায়, সিলেটের দক্ষিণ সুরমায় দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে সিলেট নগরীর কদমতলী জামে মসজিদের কাছে এ ঘটনা  ঘটে। কদমতলী জামে মসজিদের সামনে হামলার শিকার ট্রাকেরচালক আলা উদ্দিন জানান, শেরপুর থেকে খালি ট্রাক নিয়ে তিনি গোটাটিকর যাচ্ছিলেন। কদমতলী জামে মসজিদের সামনে যাওয়ার পর ৫টি মোটর সাইকেলে ১০ জন যুবক এসে ট্রাকের গতিরোধ করে। যুবকরা ট্রাকের গ্লাস ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাকটি। এসময় তিনটি ইজিবাইকেও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এদিকে, বেলা পৌনে ৩টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা স্টার লাইট স্কুলের সামনে একটি ট্রাকে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ট্রাকের হেলপার কুটি মিয়া জানান- ট্রাকটি শায়েস্তাগঞ্জ থেকে সিলেট সদর উপজেলার দাসপাড়া যাচ্ছিল। মোমিনখলায় আসার পর ৪টি মোটরসাইকেলে ৮ জন যুবক এসে ট্রাকটির গতিরোধ করে। পরে পেট্রলবোমা ছুড়ে মারলে ট্রাকে আগুন ধরে যায়। পেট্রলবোমা থেকে রক্ষা পেতে ট্রাক চালক এরশাদ মিয়া লাফিয়ে নামতে গিয়ে আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, ছাতকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় পুড়ে গেছে মামুন এক্সপ্রেস নামের একটি দূরপাল্লার বাস। রাত প্রায় পৌনে ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের রাউলী এলাকার সাউদেরগাঁও সড়কের সম্মুখে এ ঘটনা ঘটে। এতে গাড়ির হেলপার ও এক যাত্রী আহত হয়। ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী যাত্রীবাহী মামুন এক্সপ্রেস সাউদেরগাঁও সড়কের সামনে পৌঁছলে কতিপয় দুর্বৃত্ত বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। চালকের বুদ্ধিমত্তায় গাড়িতে থাকা ১৪ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও রওশনা আক্তার নামের এক যাত্রী আহত হন। তাকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সুনামগঞ্জরের ষোলঘর এলাকার আবু তাহেরের স্ত্রী। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে বাসের হেলপার গাড়ি থেকে পড়ে গেলে তার পা ভেঙে যায়। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, ফতুল্লার পঞ্চবটীতে আওয়ামী লীগের প্রতিরোধ মঞ্চ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে ওই তিনটি ককটেলের সঙ্গে মঞ্চ পরিচালনাকারী ও উদ্যোক্তা তিনজনকে প্রাণনাশের হুমকি সংবলিত একটি চিরকুট পাওয়া গেছে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল জানান, ককটেলের সঙ্গে তিনটি চিরকুট পেয়েছে পুলিশ। ওই চিরকুটে মঞ্চ পরিচালনাকারী সালাউদ্দিন, আবদুল হামিদ ও আলীম শেখ নামে তিন নেতাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ বিএনপি-জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে।
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে জানান, চলমান হরতাল ও অবরোধে ৫৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। জেলার ১১ থানায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
নাটোর প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি আর সকালে রাস্তায় আগুন দিয়ে পিকেটিং করেছে শহর শিবির। গতকাল দুপুরে শহরের আলাইপুরে মিছিল শেষে সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম, সহ-সভাপতি রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুন। অপরদিকে সকালে শহরের হরিশপুর হাইস্কুল এলাকায় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আল মাসুদ মিলন, জেলা সেক্রেটারি আবু তালেবের নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কে আগুন দিয়ে পিকেটিং করেছে।  এদিকে নাটোরে যুবলীগ কর্মী সজীবকে প্রকাশ্যে গুলি করে আহত করেছে তারই সহযোগীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী গুলিবিদ্ধ সজীবের ভাই সুজন জানান, তার ভাই সজীব যুবলীগ করে। তবে জেলা যুবলীগের দাবি ভুক্তভোগী বা আক্রমণকারীরা কেউ যুবলীগের সঙ্গে জড়িত নয়। সজীবের ভাই সুজন জানায়, দুপুর দুটার দিকে নিজ বাড়িতে শুয়ে ছিল সজীব। এ সময় চারটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী তাদের বাড়িতে এসে সজীবকে বাড়ি থেকে ডেকে বের করে। তারা তাকে জাপটে ধরে মল্লিকহাটি প্রাইমারি স্কুলের কাছে রাখা তাদের মোটরসাইকেলে উঠিয়ে নেয়ার চেষ্টা ব্যর্থ হয়ে দু’পায়ের হাঁটুতে পর পর দু’টি গুলি  করে।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, নগরীর বিভিন্ন স্থানে শনিবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টুটপাড়া কবর খানা মোড়ের অদূরে ২টি, শান্তিধাম মোড়, নিউ মার্কেটের কাছে বায়তুন নুর মসজিদের সামনের সড়কে এবং ট্রাক টার্মিনালে একটি করে বোমা বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতকারীরা। তবে এসব ঘটনায় কেউ  হতাহত হয়নি।
স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, বগুড়ার শেরপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০টি পেট্রলবোমাসহ বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করেছে। এ সময় ৪ শিবিরকর্মীকে আটক করেছে। এদিকে হরতাল চলাকালে সকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় পেট্রল ফেলে আগুন জ্বালিয়ে মিছিল করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেটের গুলি ছুড়ে। এদিকে গত ২৪ ঘণ্টায় পুলিশ দুপচাঁচিয়া ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি সোবহানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত থেকে গতকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি জানান, উপজেলার দীঘা ইউপির ভাটরা গ্রাম থেকে জামায়াতের দুই মহিলা কর্মীকে শনিবার গভীর রাতে তাদের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ভাটরা গ্রামের নূর মহম্মদের স্ত্রী রূপালী বেগম (৪০) ও একই গ্রামের মৃত তফসীর উদ্দিন মাস্টারের স্ত্রী মুক্তা পারভীন (৪০)। জামায়াতের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জেলা যুবদল। নোয়াখালী জেলা ও বেগমগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে গতকাল সকাল সোয়া ৭টার দিকে যুবদল নেতা আজিজুর রহমান নান্নুর নেতৃত্বে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বড়পোল থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমানিয়া হোটেলের সামনে গিয়ে সমাবেশ করে। এসময় ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধের চেষ্টা করে যুবদল কর্মীরা। হঠাৎ করে সড়কে ইটপাটকেল নিক্ষেপে লোকজন ও গাড়িচালকরা দিগি¦দিক ছোটাছুটি করতে থাকে। বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক, কপিল উদ্দিন সুফল, যুবদল নেতা শাহাদাত হোসেন, গোরাঙ্গ চন্দ্র, মনির হোসেন, মিজানুর রহমান নোমান, আবুল হোসেন মিলন, চমির চন্দ্র দাস, বাদল প্রমুখ।
স্টাফ রিপোর্টার, জামালপুর থেকে জানান, দ্রুত বিচার আইনের দু’টি মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল বিকাল ৪টায় জামালপুর জেলা জজ আদালতে আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ দ্রুত বিচার আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মইন উদ্দিন ছিদ্দিকী এ আদেশ দেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের আমীর শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, রায়পুরে মুখোশ পরে সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের সময় মো. মুজাহিদ নামে এক শিবিরকর্মীকে  পিটুনি দিয়ে দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে রায়পুর-লক্ষ্মীপুর বাসাবাড়ি এলাকার সড়কের চালিতাতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, শেরপুরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়লে একজন শিবির কর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রানাসহ তিনজনকে আটক করে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল আনুমানিক ৮.৩০টায় হামছায়াপুর নামক এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *