করোনায় মৃত্যু ৩৮ জনের

Slider জাতীয়
ভারত, করোনাভাইরাস, সংক্রমণ

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরো কমেছে। গেল ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এসময় শনাক্ত হয়েছে ২ হাজার ৩২৫ জনের। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৩২ জন। এ পর্যন্ত সংক্রমণের সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৮.৬৫ শতাংশ।

দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন। দেশে সুস্থতার হার ৯৬.৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫ জন, চট্টগ্রামে ১০ জন, রংপুরে একজন, সিলেটে একজন, রাজশাহীতে দুজন, ময়মনসিংহে দুজন মারা গেছেন।

বিশ্ব পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৬ লাখ ৪ হাজার ৪২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৩১ লাখ ৯৯২ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৫৯ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৩৯৭ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪ কোটি ৬ লাখ ৭৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৫৪ হাজার ৫৭৬ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৫ হাজার ২০৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৮৯৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৪ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪২ হাজার ৪৬ জনে।
সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *