ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা

Slider ফুলজান বিবির বাংলা

63899_mahfuj

 উস্কানিমূলক বিবৃতি প্রকাশের অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। খবর প্রকাশের মাধ্যমে দেশের শান্তি বিনষ্টের অভিযোগে ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে এডভোকেট শাহজালাল কিবরিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলার অপর দুই আসামি হলেন ডেইলি স্টারের চিফ নিউজ এডিটর  সৈয়দ আশরাফুল হক ও চিফ ফটোগ্রাফার এনামুল হক। রোববার সকালে এ মামলার শুনানি শেষে  কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১১ফেব্রুয়ারি ডেইলি স্টার পত্রিকার তৃতীয় পৃষ্ঠায় দ্বিতীয় কলামে ‘ফ্যানাটিক রেইজ দেয়ার আগলি হেডস এগেইন’ শিরোনামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অস্পষ্ট আরও কিছু ছবি সংযুক্ত করে পোস্টার ছাপানো হয়।  পোস্টারে লেখা ছিল- ‘হে দেশবাসী। অনতিবিলম্বে যালিম হাছিনা ও বর্তমান শাসন ব্যবস্থার পতন এবং খিলাফত প্রতিষ্ঠায় সামরিক বাহিনীর নিষ্ঠাবান অফিসারদের সঙ্গে যোগাযোগ ও তাদের সংগঠিত করতে হবে। এই কাজে হিযবুত তাহরীর-কে সহযোগীতা করুন সক্রিয়ভাবে জড়িত হউন। হিযবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশ। এ ধরনের উস্কানিমূলক পোস্টারের ছবি প্রকাশের মাধ্যমে  দেশের শান্তির প্রতি বিঘœ সৃষ্টির অভিযোগে বাদী মামলাটি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *