রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামে শ্রী শ্রী জয়কালী মন্দিরের তৈরিকৃত নতুন প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠতে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় শ্রী শ্রী জয়কালী মন্দিরের সভাপতি পরিমল চন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
গতকাল রাত ১২ টার পর থেকে কোন সময় প্রতিমা ভাঙচুরের ওই ঘটনা ঘটে।
জানাযায়, লতিফপুর গ্রামে ৯টি পরিবারের ১শতাধিক লোকজন বসাবাস রয়েছে এই গ্রামে। প্রতিবছর প্রথমবারের মতো দুর্গাপূজার জন্য প্রতিমা তৈরি করছিলো। এর আগে তাঁরা শুধু কালীপূজা করতেন।
শ্রী শ্রী জয়কালী মন্দিরের সভাপতি পরিমল চন্দ্র রায় বলেন, রাত ১২ টার পর সবাই ঘুমিয়ে গেলে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা তৈরিকৃত নতুন প্রতিমার মাথা ভেঙে গুড়িয়ে দেয়। সকালে মন্দিরে এসে প্রতিমা ভাঙচুর দেখে থানায় খবর দেয়া হয়। তিনি আরও জানান, রাতে কেবা কারা প্রতিমা ভাঙচুর করেছে এবিষয়ে জানতে পারেনি। এঘটনায় থানার অজ্ঞাতনামা বিবাদী করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। এখন পর্যন্ত সরকারি কোন অনুদন পায়নি এই এলাকার হিন্দু সম্প্রদায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই প্রদিপ চন্দ্র সরকার বলেন, প্রতিমা ভাঙচুরের সাথে জড়িতদের খোঁজে বেড় করতে কাজ করা হচ্ছে।