পরকীয়ার প্রতি মানুষের আকর্ষণ বেশি

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি

Lotif_siddik_par_976879620
গ্রাম বাংলা ডেস্ক:  হুসেইন মুহম্মদ এরশাদের সমালোচনা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দীকি বলেন, তার (এরশাদের) উপস্থিতিতে তার দলের এক নেতা, যিনি গত ৫ বছর মহাজোট সরকারের মন্ত্রী ছিলেন তিনি বলেছেন- ‘তৃতীয় শক্তির আগমনের লক্ষণ দেখছি।’ এক শ্রেণীর মানুষ আছে যারা খোয়াব দেখে অংসাবিধানিক সরকার কিভাবে ক্ষমতায় আসবে। এতে প্রতীয়মান হয় পরকীয়ার প্রতি মানুষের আকর্ষণ বেশি

বৃহস্পতিবার রাতে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন মন্ত্রী।

এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

লতিফ সিদ্দীকি আরও বলেন, যখন কোনো ‘ব্যবহারজীবী’ বলেন দেশে আইনের শাসন নেই, তখন পতিত সামরিক জান্তাও বলে দেশে আইনের শাসন নেই। হ্যাঁ, দেশে সামরিক আইনের শাসন নেই, সাংবিধানিক আইনের শাসন আছে। এখন কি করার?’

তিনি বলেন, কথায় কথায় সংসদে একজন আরেক জনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছি। এটা শুভ লক্ষণ নয়, রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *