শ্রীপুরে নৌকাডুবির ১৮ ঘন্টায় দুই মরদেহ উদ্ধার

Slider জাতীয়

রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহ জেলার ভালুকা সীমান্তবর্তী শ্রীপুরের ধামলই এলাকায় খীরু নদীতে চিকিৎসকদের বহনকারী নৌকা ডুবির ঘটনায় ১৮ ঘন্টা পর ডাঃ অমিত সাহার মরদেহ উদ্ধার করেছে জেলেরা। এর আগে রাত ১২ টায় ব্যবসায়ী তানবীর মিশুর লাশ উদ্ধার হয়।

বুধবার দুপুর ১ টার দিকে স্থানীয় জেলেরা খিরু নদীতে জাল ফেলে লাশ উদ্ধার করছে।
উদ্ধার ব্যক্তির নাম অমিত সাহা। তার বাড়ি গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকায়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মো. নূরুল ইসলাম। এ ছাড়া ভালুকা ফায়ার সার্ভিসের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

স্থানীয় ধামলই গ্রামের মো. আরিফুল ইসলাম জানান, খীরু নদীতে ভ্রমণে এসেছিলেন ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও চিকিৎসকেরা। তাদের বহনকারী ইঞ্জিন চালিত নৌকার সাথে বালুবাহী অপর একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে ভ্রমণে আসা নৌকাটির উপরে উঠে যায় বালুবাহী ট্রলার।
এক পর্যায়ে ভ্রমণে আসা নৌকাটি ডুবে যায়। নৌকায় অন্তত ২২ জন ছিলেন। তাঁদের মধ্যে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অমিত কুমার রায় ও ডেকোরেটর ব্যবসা মোঃ তানভীর নিখোঁজ হয়েছিলো। তবে নিখোঁজ তানভীরের মরদেহ গতকাল ময়মসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরী দল রাত পনেবারোটায় উদ্ধার করে।

এরপর গতকাল রাত ১টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। বুধবার সকাল ৯টায় পূনরায় উদ্ধার অভিযানে নামে ডুবুরি দল। ৪ ঘন্টায় চেষ্টা লাশ উদ্ধার করতে পারেনি ফায়ারসার্ভিস। দুপুর ১২টায় স্থানীয় জেলেরা জাল নিয়ে উদ্ধারে নামে। এরপর ১ঘন্টার চেষ্টায় জেলেদের জালে ভেসে উঠে মরদেহ।

প্রসঙ্গঃ গতকাল মঙ্গলবার রাত আটটায় একটি পিকনিকবাহী ট্রলার ডুবির ঘটনায় দু’জন নিখোঁজ হয়েছিলো। নৌকা ডুবে যাওয়ার পর অনেকেই সাঁতরে পাড়ে উঠেছেন। বেশিরভাগের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। অন্ধকারের মধ্যেই উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারের চেষ্টা চালিয়ে তানবীর নামে এক যুবককে লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, দুপুর ১টায় নিখোঁজ চিকিৎসক অমিত সাহার মরদেহ উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *