মেসি ৪ নেইমার ৪ : গোল্ডেন বুটের লড়াই

Slider খেলা টপ নিউজ সারাবিশ্ব

49484_Neymar Messi
গ্রাম বাংলা ডেস্ক: এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার লড়াইটি আর্জেন্টিনার লিওনেল মেসি আর ব্রাজিলের নেইমারের মধ্যে অনুষ্ঠিত হবে বলে মনে হচ্ছে। উভয়ে তিন ম্যাচে চারটি করে গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। উভয় দেশের শিরোপার লড়াইয়ে তারাই প্রধান খেলোয়াড়। ফলে তারা ভালো করলে তাদের দলেরও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বাড়বে।

মেসি শুরুতে একটু পিছিয়ে পড়েছিলেন। কিন্তু বুধবার দুটি গোল করে নেইমারের সমান্তরালে চলে আসেন। মূলত তার চমকেই বিশ্বকাপের তিনটি খেলায় আর্জেন্টিনা জয়ী হয়।
বুধবার তিনি তৃতীয় আর্জেন্টাইন হিসেবে (গ্যাবিয়েল বাতিস্তুতা ও ওরেস্টে করবাত্তার পর) বিশ্বকাপের টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্ব স্থাপন করেছেন।

অবশ্য গোল্ডেন বুটের আরো দাবিদার আছেন। চারটি করে গোল করেছেন কেবল নেইমার আর মেসিই। জার্মানির মুলার, নেদারল্যান্ডসের ভ্যান পারসি ও রবেন, ফ্রান্সের বেনজেমা, সুইজারল্যান্ডের শারিকি, কলম্বিয়ার রডরিগেজ, ইকুয়েডরের ভ্যালেন্সিয়া তিনটি করে গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *