গাজীপুর- ময়মনসিংহ সীমান্তের খিরু নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, নিঁখোজ ৫

Slider জাতীয়

শ্রীপর ও ভালুকা প্রতিনিধিঃ বনভোজনের ট্রলারের সাথে বালিবর্তি ট্রলারের সংঘর্ষে যাত্রীবাহী বনভোজনের ট্রলার ডুবে গেছে। এতে কমপক্ষে ৫ জন নিঁখোজ হয়েছেন।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে গাজীপুর ও ময়মনসিংহ জেলার শ্রীপুর ও ভালুকা উপজেলার সীমান্তবর্তী খিরু নদীর ধামলই- উড়হাটি পয়েন্টে এ ঘটনা ঘটে।

Video Player

প্রতক্ষ্যদর্শীরা জানান, বনভোজন শেষে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে বালিভর্তি ট্রলারের সাথে বনভোজন ফেরত যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। স্থানীয়রা বলছেন, বনভোজনের ট্রলারে প্রায় একশ মানুষ ছিলেন। ট্রলার ডুবার পর নদীর দুই তীরের মানুষ বিভিন্ন জলযান দিয়ে অনেককে উদ্ধার করে। যারা সাঁতার জানেন তারা তীরে উঠেন। তবে ৫ জন এখনো নিঁখোজ থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *