ঢাকাঃ দেশে একদিনে করোনায় আরও ১৭৮ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৯৮৮জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৮৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪লাখ ১২ হাজার ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮০৫জন এবং এখন পর্যন্ত ১২লাখ ৮১হাজার ৩২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৭০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ এবং ৩৩ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৩ লাখ ৭৫ হাজার ৫২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৬৬শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক৭৩শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ।।