করোনায় আক্রান্ত মেয়র জাহাঙ্গীর শোক দিবসে দিলেন ১৫০টি গরু

Slider টপ নিউজ

গাজীপুরঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ড সহ মোট ১৫০ টি স্থানে মিলাদ দোয়া ও খাবারের জন্য ১৫০টি গরু বিতরণ করেছেন করোনা আক্রান্ত গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ শনিবার নিজ বাসভবন থেকে তিনি এসব গরু বিতরণ করেন। প্রতিটি গরুর সাথে ৫০ হাজার টাকা করেও দেন তিনি। মেয়র অসুস্থ থাকায় মেয়রের পক্ষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ১৫০ টি গরু বিতরণ করেন। এ সময় মেয়র বাসভবনে থেকে ডিজিটাল পদ্ধতিতে গরু বিতরণ অনুষ্ঠান মনিটরিং করেন।

এ সময় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি কাজী আলিমুদ্দিন বুদ্দিন, সিনিয়র আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুল হাদী শামিম ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম মেয়র হওয়ার পূর্ব থেকেই প্রতিটি শোক দিবসে গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ড সহ শতাধিক পয়েন্টে মিলাদ ও দোয়া মাহফিল শেষে খাবারের জন্য গরু ও খরচের জন্য টাকা বিতরণ করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *