নাগরিক সমাজের ১৩ সদস্যের কমিটি সহিংসতা বন্ধ ও সংলাপ সমান্তরালে হতে হবে

Slider জাতীয়

63608_sms

 সহিংসতা বন্ধ করে রাজনৈতিক দলগুলোকে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। চলমান রাজনৈতিক অস্থিরতায় সৃষ্ট উদ্বেগ থেকে আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলন করে নাগরিক সমাজ। ওই সংবাদ সম্মেলন থেকে নাশকতা বন্ধ ও সংলাপের আহ্বান জানানো হয়। এ সংলাপে সহায়তা করতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ড. এ টি এম শামসুল হুদা আহ্বায়ক ছাড়াও এতে আরও রয়েছেন, এম হাফিজউদ্দিন খান, ড. আকবর আলি খান, এএসএম শাজাহান, ড. জামিলুর রেজা চৌধুরী, সিএম শফি সামি, রাশেদা কে চৌধুরী, রোকেয়া আফজাল, সৈয়দ আবুল মকসুদ, ড. শাহদীন মালিক, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, ড. হাসান মনসুর ও ড. বদিউল আলম মজুমদার।  এর আগে গত ৯ই ফেব্রুয়ারি সংলাপের উদ্যোগ নিতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়ে অনুরোধ জানায় নাগরিক সমাজ। এর আগে ৭ই ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন  শ্রেণী-পেশার নাগরিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী ব্যক্তিদের বক্তব্যের আলোকে ও ঐকমত্যের ভিত্তিতে ‘জাতীয় সঙ্কট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক প্রস্তাব গৃহীত হয়। যদিও প্রধানমন্ত্রীসহ সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *