ম্যাডাম দেশ বাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন—-মির্জা ফখরুল

Slider ফুলজান বিবির বাংলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির সিনিয়র নেতারা। বুধবার রাত সাড়ে আটটায় বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপি নেতারা। সেখানে প্রায় দেড়ঘণ্টা সময় অতিবাহিত করেন তারা। বেগম জিয়ার বাসা থেকে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, প্রায় এক বছর পর আমরা ম্যাডামের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। এমনিতেই কোভিড পরবর্তীতে ম্যাডাম মোটামুটি ভালো আছেন। তবে করোনার টিকা নেয়ার পর উনার শরীরের তাপমাত্রা কিছুটা বেড়েছে। ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং আমরা সবসময় বলে আসছি বেগম জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন। এটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি বলেন, ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দেশ বাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া করোনার ভয়াবহতা থেকে দেশবাসীর মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। এছাড়া খালেদা জিয়া ব্যাক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *