বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ

গ্রাম বাংলা

ইসমাইল হোসেন, গাজীপুরঃ বকেয়া বেতনের দাবিতে গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় সড়ক অবরোধ হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় এই অবরোধ হয়।
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
ইসমাঈল হোসেন-গাজীপুর: বকেয়ার বেতনের দাবিতে আজ মঙ্গলবার চৌরাস্তা-জয়দেবপুর সড়কের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট গার্মেন্টেসের ৭ শাতধিক কর্মকর্তা-কর্মচারী দুপুর ১২.০০ টায় মানববন্ধন শেষে রাস্তায় বসে পরেন।
সরেজমিন ঘুরে জানা যায়, স্টাইল ক্রাফট্ গার্মন্টেস এর ৭২২ জন কর্মকর্তা গত ৬ মাসের বেশি সময় বেতন ভাতা পাচ্ছেন না। এতে তারা মানবেতর জীবন যাপন করছেন। কর্তৃপক্ষ কয়েক দফা বকেয়া বেতন পরিশোধের সময়চেয়েও পরিশোধ করেননি।

আন্দোলনরতদের আমিনুল ইসলাম, মমতাজ বেগম ও সুহেল আহমেদ আনসারী জানান, মালিক পক্ষ সর্বশেষ ২২ জুন, ২৮ জুন ও ৭ জুলাই বকেয়া বেতন পরিশোধের কথা বলেও বেতন পরিশোধ করেনি । এর আগে স্টাইল ক্রাফট গার্মেন্টস এর ৪ হাজার শ্রমিক দীর্ঘদিন যাবৎ বকেয়া বেতনের দাবিতে লাগাতার আন্দেলন করছেন।

এই রিপোর্ট প্রকাশ পর্যন্ত আন্দোলনরতরা রাস্তায় অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *