ষ্টাফ করেসপনডেন্ট
কালীগঞ্জ ব্যুরো অফিস
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড বড়নগর গ্রামে পিপি রোবায়েত পলিথিন প্যাকেজিং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পলিথিন প্যাকেজিং ব্যবসা প্রতিষ্ঠানের ৬টি উৎপাদন ও কাটিং মেশিন পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, যার মূল্য ২২ লক্ষাধিক টাকা, ৯৬ বস্তা মেডিসিন যার প্রতি বস্তার মূল্য ৩ হাজার ৭ শত টাকা, সর্বমোট ৩ লক্ষ ৫৫ হাজার ২শত টাকা। ৪ হাজার পাউন্ড তৈরি পলিথিন মজুদ ছিল যার প্রতি পাউন্ড মূল্য ৮৫ টাকা সর্বমোট ৩ লক্ষ ৪০ হাজার। ব্যবসা প্রতিষ্ঠানে ওয়েলিং করা ২ লক্ষাধিক টাকা তার ছিল তা পুড়ে গেছে। এই ব্যাপারে কালীগঞ্জ থানায় পিপি রোবায়েত পলিথিন প্যাকেজিং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ সাইফুৃল ইসলাম গতকাল বৃহ¯প্রতিবার একটি জিডি দায়ের করেন যার নং ৮৬২।
পিপি রোবায়েত পলিথিন প্যাকেজিং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ সাইফুৃল ইসলাম জানান, বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাই। রাত আনুমানিক ৩টায় একটি শব্দে আমার ঘুম ভেঙ্গে গেলে আমি ঘরের দরজা খুলে দেখি আমার কারখানায় আগুন জ্বলছে। আমার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আমার কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমার ৬টি উৎপাদন ও কাটিং মেশিন পুড়ে যায়। ৯৬ বস্তা মেডিসিন নষ্ট হয়ে যায়। ৪ হাজার পাউন্ড পলিথিন পুড়ে যায়। ওয়ারিং করা প্রায় ২ লাখ টাকার তার পুড়ে যায়। গত ২৩ জুন রাতে আমার কারখানার সাব মার্সিবল পাম্প নষ্ট করে ফেলে। তিনি আরো বলেন, একই গ্রামের মৃত মুছলেহ উদ্দিনের ছেলে কবির ও আজিজুল্লাহর ছেলে আরিফ আমার সাথে দীর্ঘদিন যাবৎ শত্র“তা করে আসছে। আমি ধারণা করছি তারাই আমার কারখানায় অগ্নিকান্ড ঘটিয়ে আমার ক্ষতিসাধন করেছে।