গাজীপুরে পরীক্ষার প্রায় ৪৫% করোনা শনাক্ত , ২৪ ঘন্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ২০০

Slider গ্রাম বাংলা

ইসমাঈল হোসেন,গাজীপুর: ভয়াবহ করোনা ভাইরাসে গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন ভাবে আরো ৩ জন মারা গেছেন। নতুন আক্রান্ত হয়েছেন ২০০ জন। পরীক্ষার প্রায় অর্ধেকই করোনা আক্রান্ত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।

সরকারি এই সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় ২০০ জন ব্যাক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১২৭, শ্রীপুরে ২৭, কালিয়াকৈরে ২১, কাপাসিয়ায় ১৯ ও কালিগঞ্জে ৬ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় করোনায় নতুনভাবে ৩ জন মারা গেছেন। এই নিয়ে গাজীপুর জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৫৯ জন।

সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ৪৪৯টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তার মধ্যে পরীক্ষা হয়েছে ৪৪৫ টি, করোনা শনাক্ত হয়েছে ২০০ জনের দেহে। গাজীপুরে করোনা শনাক্তের হার প্রায় ৪৫%।

মোট পরিসংখ্যানে দেখা যায় গাজীপুরে এ পর্যন্ত ১৩৫৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৮৭২৪, শ্রীপুরে ১৫২৪, কালিয়াকৈরে ১৪৯৯, কালিগঞ্জে ৯২৮ ও কাপাসিয়ায় ৮৮৭ জন করোনা রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *