গাজীপুরঃ গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আওয়ামীলীগ না থাকলে বাংলাদেশ হত না।
আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে গাজীপুর মহানগর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে গাজীপুর মহানগর আওয়ামীলীগ যা যা করা দরকার সবই করবে। বাজেটকে অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে বাজেট দিয়েছেন তাতে দেশবাসী খুশি। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
গাজীপুরে ২৫ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত উল্লেখ করে মেয়র বলেন, নগরবাসী যেন নিরাপদ থাকেন, সে জন্য সব কিছুই করা হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আজমত উল্লাহ খান।