করোনায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৪১

Slider টপ নিউজ


ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৫৪৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৫০৯ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৫২৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ এবং ২২ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৯০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *