দেশের বড় বড় শহরের ভিতরে ও আসে পাশের নদী ও খালগুলোর দখল এবং দূষণের বিষয়ে বহু লেখা লেখি ও আলোচনা হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলেও নদী দখলের অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র নদী পাকুন্দিয়া হতে নরসুন্দা নদীর জন্ম ৬৭ কিলোমিটারে পথ পারিদিয়ে কিশোরগজ্ঞ জেলায় ইটনা উপজেলা ধনু নদীতে তার সমাপ্তি হয় । পথেপথে যে যে ভাবে পারে নদীকে গ্রাস করার চিন্তা করেছে। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে কিশোরগজ্ঞ পৌর এলাকায়। ইদানিং করিমগজ্ঞ উপজেলার সাকুয়া বাজরে ব্রিজের দক্ষিন অংশের (নদীর ঢালু অংশে) মহা উৎসবে দুইপারের বসতিগণ প্লাটিকের বস্তা ভিতরে বালি ভরে একদম নদীর তলা থেকে ভরাট করে বাড়ি র্নিমানের প্রস্তুতি নিচ্ছে। ঠিক কাজলা ব্রিজের উজানে একটি বাড়ি ইতিমধ্যে তৈরি হয়েগেছে। যা দেখার কেউ নেই। নদীর প্রায় শেষ অংশে যদি নদীভরাট কার্যক্রম অভ্যাহত থাকে তবে কিশোরগজ্ঞ শহরে পূর্বাংশের ২০ কিলোমিটারে সকল মানুষ বর্ষকালে চরম সংকটে পরবে।
এ ব্যপারে লোকাল ইউপির চেয়াম্যান (দেওহুন্দা) জনাব মো: কামরুজ্জামান সাবের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রযোজনীয় ব্যবস্তা নেওয়া কথা বলেন এবং স্থানীয় বাজার কমিটির সদস্যগণ এর নিন্দা জানান।