মুসলমান নারীদের চারপাশের পরিবেশ সবসময়ই তাদেরকে একটু ধর্মীয় অনুশাসনের মধ্যে রাখার চেষ্টা করে। ধর্মীয় অনুশাসনের বাহিরে গিয়ে কিছু করলেই তাদের শুনতে হয় নানা প্রশ্ন এবং তা হতে পারে তার বন্ধু-বান্ধব, অবিভাবক কিংবা আত্মীয়দের কাছ থেকে। কিন্তু তাদের কাছে কিছু প্রশ্ন খুবই বিরক্তি করা। এরকম বিরক্তিকর কিছু প্রশ্ন প্রকাশ করেছে বাজফিড। তারই কিছু প্রশ্ন তুলে ধরা হল পাঠকদের জন্য।
অল্প বয়সে মা হতে পছন্দ করো না? তুমি এখনো বিয়ে করোনি কেন?
আপনি কখনো হিজাব পরেন আবার কখনো পরেন না, এটা কী আপনার ভন্ডামী?
তোমার বাবা-মা কি রাতে পার্টিতে গিয়ে মজা করার অনুমতি দেয়?
তুমি কী কাউকে পছন্দ করো? তোমরা কর্মক্ষেত্র বা বিশ্ববিদ্যালয়ের কাউকেও নয়?
এখন তুমি বিবাহিত, আমরা কখন খুশীর সংবাদটি পাবো?
তুমি নেইল পলিশ দিয়েছো কেন? তুমি কী নামাজ পড়ো না?
যদি তুমি মুসলমান হও তবে বাহিরে বের হলে তুমি মাথা কাপড় দিয়ে ঢাকো না কেন?
উনি কী তোমার প্রেমিক? তুমি তো মুসলমান তোমার কী প্রেমিক থাকার অনুমতি আছে?
কিন্তু জেনে রাখ তোমার যদি বিয়ে হয় তবে অবশ্যই সেই পাত্র আমরা ঠিক করবো। ঠিক আছে?
তুমি কী রোযা রাখ?
তোমার বিয়ে নিশ্চয় পারিবারিকভাবে আয়োজিত হবে, ঠিক?
তোমার খালাম্মা তার ছেলের জন্য তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তাকে কী উত্তর দিব?
তোমার ফেসবুকে এই ছেলেটি কে?
তুমি এত সাজগোজ করেছো কেন? তুমি তো অবিবাহিত।
সুতরাং তোমার পরবর্তী ভাবনা কী? না, আমি তোমার বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পরের কথা বলছি। না, আমি তোমার চাকরি পাওয়ার পরের কথা বলছি। না, আমি কী বলতে চাচ্ছি তা তুমি বুঝতে পেরেছো?
হ্যাঁ তুমি সফল, আলহামদুলিল্লাহ। আমি খুব খোলামেলা মানসিকতার কিন্তু তুমি কী রান্না করতে জানো?
তুমি কী আমার সালমের শব্দ শুনতে পাও নি? তুমি সালামের উত্তর দেও নি কেন?
তোমার স্বামী কী তোমাকে – এর অনুমতি দেয়?