গাজীপুরে কোচিং সেন্টার ও অভিভাবকদের জরিমানা

Slider গ্রাম বাংলা

গাজীপুরঃ গাজীপুরের জোড়পুকুরপার এলাকায় জনাব আবুল কালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

গাজীপুর ডিসির ফেসবুক পেজে বলা হয়, সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে কয়েকটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিল। অভিযানকালে দেখা যায় অভিভাবকদের উদাসীনতায় শতাধিক ছাত্র-ছাত্রীদেরকে কোচিং করানো হচ্ছিল। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় উদয়ন একাডেমিক হোম এর মালিক আবুল হাসান বাবুকে ৩০ হাজার টাকা ,দুলাল চন্দ্র সরকারকে ৩০ হাজার টাকা এবং সমাপনী কোচিং এর মালিক সোহেল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়াও কয়েকজন অভিভাবককে জরিমানা করা হয় ।

মাস্ক না পড়ায় একই এলাকার শাপলা গিফট কর্ণার এর ম্যানেজার হাসান আহমেদকে ১০০০/- টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও অধিক কাস্টমার রেস্টুরেন্টে বসিয়ে আড্ডা দেওয়ানোয় একটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।
মোট ৮টি মামলায় ১ লক্ষ ৬৩ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। এসময় জনসাধারণ কে মাস্ক পরিধানের জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *