শ্রীপুর পৌরসভার এক কোটি ৬০লাখ টাকা লুটে নেন তিন কর্মকর্তা

Slider ফুলজান বিবির বাংলা


রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার কর আদায়ের টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে গঠিত তদন্ত কমিটি’র ৩মাস ১২দিন পর তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে তিন কর্মকর্তাকে অভিযুক্ত ও এক কোটি ৬০লাখ ৪২হাজার ৪২ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন তদন্ত কমিটি।

সোমবার (৩১ মে) বেলা ১২টায় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের কাছে ওই প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটি প্রধান পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলী আজগর।

তদন্ত কমিটির প্রধান কাউন্সিলর মো: আলী আজগর বলেন, সম্প্রতি অপহরণের মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হন পৌরসভার কর আদায়কারী শফিউল আলম রায়হান (সাময়িক বরখাস্ত)। গ্রেপ্তারের পর তার অফিসের আলমিরা ভেঙ্গে কর আদায়ের চালান রশিদ পাওয়া যায়। রশিদে কর আদায় করার তথ্য থাকলেও তা পৌর কোষাগারে জমা হয়নি বলে সন্দেহ হয়। শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান তিন সদস্যের কমিটি গঠন করেন। গঠিত কমিটি প্রায় সাড়ে তিনমাস পর পৌরসভার কর আদায়কারী শফিউল আলম, সহকারী কর আদায়কারী ফাহিমা সানজিদা, জান্নাতুল ফেরদৌসকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কর আদায়কারী শফিউল আলম রায়হান এক কোটি ৫লাখ টাকা, সহকারী কর আদায়কারী ফাহিমা সানজিদা ৫২লাখ ৬৫হাজার ৪২টাকা ও কর সহায়ক জান্নাতুল ফৌরদৌসী ২লাখ ৭৫হাজার টাকা আত্মসাত করেন। দাখিলকৃত প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

শ্রীপুর পৌরসভার সচিব সরকার দলীল উদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদনটি আগামীয় সভায় উপস্থাপন করা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। অভিযুক্তদের নিকট হতে সরকারী টাকা আদায়ের লক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *