গাজীপুরে টিকার দ্বিতীয় ডোজ মওজুদ ২২৪টি, লাগবে ৩৯ হাজার

গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুরে নতুন সরবরাহ না এলে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকার ৩৯ হাজার ১৯২টি ঘাটতি থাকবে। স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় প্রথম ডোজ পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৫৯৬ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৯৬ হাজার ১৮০ জন। সেই হিসাবে দ্বিতীয় ডোজ টিকা পেতে বাকি আছেন ৩৯ হাজার ১৯২ জন। এদিকে, মঙ্গলবার পর্যন্তেআর ২২৪টি টিকা অবশিষ্ট রয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে তারা দুই লাখ ৩২ হাজার ডোজ টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বাকি ৩৯ হাজার ১৯২ জন। প্রাইওরিটি বেসিসে অবশিষ্ট এ টিকা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হাসপাতাল, কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের পরিচালনাধীন দুইটি হাসপাতালে টিক দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩৯০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ হয়েছে এবং ২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ নিয়ে গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে মোট ২১০ জন মারা গেছেন। আর ৮১ হাজার ৭৬ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ১৪৫ জনের মধ্যে করোনা পজিটিভ হয়েছে। তাদের মধ্যে করোনা মুক্ত হন ৯ হাজার ৮৮০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *