করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। শুক্রবার রাতে তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপর শনিবার বিকাল সোয়া তিনটায় স্কয়ার হাসপাতালে ভর্তি হন। বিএনপি চেয়ারপরসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে এ তথ্য জানান। তিনি বলেন, আমান উল্লাহ আমানের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এখন তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিকভাবে তিনি ভালো আছেন। তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন।