‘জরুরি অবস্থা জারির পরিস্থিতি নেই’

Slider টপ নিউজ

দেশে জরুরি অবস্থা জারির পরিস্থিতি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিা। আজ সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, ইমারজেন্সি দেয়ার মতো কোন পরিস্থিতি কেউ সৃষ্টি করতে পারেনি। প্রধানমন্ত্রী বলেন, ওই স্বপ্ন দেখে লাভ হবে না। অলীক-অলৌকিক স্বপ্ন যারা দেখছে, যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, আমাদের রক্ত থাকতে তা হতে দেব না। কেউ কেউ ফোন করে। এই হয়ে যাচ্ছে। ইমারজেন্সি হয়ে যাচ্ছে। ইমারজেন্সি লাগবে কেন? আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। কিভাবে এ ধরনের সন্ত্রাস দমন করতে হয়, আমরা জানি। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে সাথে নিয়েই আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারব। বিরোধী দলীয় চিফ হুই প্রধানমন্ত্রীর কাছে জানতে চান টকশোতে যারা উস্কানি দেন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা টক শো করে, তাদের বুদ্ধির গোড়ায় ধোঁয়া কে দেবে? তাদের টার্গেট তো আমি। কিছু লোক আছে, গণতান্ত্রিক পন্থা তাদের ভালো লাগে না। অসাংবিধানিক পন্থা এলে তারা ভালো থাকে, তাদের গুরুত্ব বাড়ে। তারা ব্যস্ত থাকে অসাংবিধানিক পন্থা আনা যায় কি না এ নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *