মোঃ জাকারিয়া, গাজীপুরঃ গাজীপুরে করোনার আক্রমন তিন গুণেরও বেশী হয়ে গেছে। গত তিন দিনে ২৪ ঘন্টার হিসেবে ৩২ থেকে আজ ৯৮ হয়ে গেছে।
আজ গাজীপুর সিভিল সার্জন এর দেয়া তথ্যমতে গত ২৪ ঘন্টায় ৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল এ সংখ্যা ছিল ৬৪। আগের দিন ছিল ৩২।
আজ আক্রান্ত ৯৮ জনের মধ্যে সদরে ৬৬, শ্রীপুরে ১১, কালিগঞ্জে ৮, কালিয়াকৈরে ৭ ও কাপাসিয়ায় ৬ জন সহ গাজীপুর জেলায় মোট ৯৮ জন করোনায় আক্রান্ত হলেন।