শ্রীপুরে করোনা প্রতিরোধে মোবাইল কোর্টে অর্থ দণ্ড

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে, শপিং মলে কাপড়ের দোকান খুলে ব্যবসা পরিচালনা করার অপরাধে চার দোকানীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থ দণ্ড করেছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের কিতাব আলী প্লাজার রাজধানী গার্মেন্টসসহ চার দোকানীকে অর্থ দণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতে সচেতনতা নিশ্চিতে কাজ করে প্রশাসন।

উপজেলা নির্বাহী (কর্মকর্তা) তসলিমা মোস্তারী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে তিন দোকানীকে অর্থ দণ্ড করা হয়েছে। এছাড়া উপজেলার জনবহুল বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তিন দোকানীকে মোবাইল কোর্টে ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *