গফরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে হাজারো মানুষের চলাচল

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা পাগলা থানায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজারও মানুষ। যেকোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ব্রিজটির মাঝখানে গর্ত থাকায় যানচলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়াও ব্রিজের পূর্ব পাশের রেলিং ভেঙে যাওয়ার ফলে হাজারো মানুষের দুর্ভোগের যেন শেষ নেই।
সরেজমিনে দেখা যায়, পাইথল ইউনিয়নে গয়েশপুর বটতলা থেকে বড়াই, ডুবাইল হয়ে উদঘাটা সংযোগ সড়কের পিঠাগুড়ী খালের উপর ব্রিজটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে গর্ত দেখা দিয়েছে। সেই সাথে ব্রিজের মাঝখানে বড় একটা গর্তের সৃষ্টি হয়েছে। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিনিয়ত কয়েকটি ইউনিয়নের যানবাহন সহ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও হাজার হাজার পথচারী চরম উৎকন্ঠায় ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই ব্রিজটি দ্রæত সংস্কার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নতবা এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।
এসময় চালক লোকমান হোসেন জানান, ব্রিজে অটোরিকশা নিয়ন্ত্রণ ধরে রাখাই কঠিন ও অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের।
অটোরিকশা চালক বেলাল উদ্দিন জানান, প্রায়ই এ ব্রিজে অটোরিকশা উল্টে গিয়ে যাত্রীরা মারাত্মকভাবে আহত হলেও দীর্ঘদিনেও প্রতিকার মিলছে না।
এ ব্যাপারে পাইথন ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান ঢালী জানান, আমি ব্রিজটি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কারের জন্য আশ্বস্ত করেছেন। জানা যায় ১৯৮৪ সালে এই ব্রিজটি নির্মিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *