মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

Slider জাতীয়


করোনার বিস্তার ঠেকাতে রাজধানীর মিরপুর ও রংপুর চিড়িয়াখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ রোধে শুক্রবার (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

এর আগে করোনার বিস্তার রোধে গতকাল কক্সবাজারের সব পর্যটন ও বিনোদন স্পট বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। স্থগিত করা হয়েছে ইউপি নির্বাচনসহ সব ধরনের নির্বাচন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনার ভয়াবহতা। প্রতিদিনই মারা যাচ্ছে অর্ধশতাধিক মানুষ। আক্রান্ত হচ্ছে পাঁচ সহস্রাধিক।
এতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে সর্বত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *