গাজীপুরঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল করার সময় বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
আজ শনিবার বেলা দেড়টায় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের বিক্ষোভ ও হরতাল কর্মসূচির প্রতিবাদে যুবলীগ সকাল ১১টার দিকে রাজপথ দখল করে মিছিল করতে থাকে। বেলা সোয়া ১২টার দিকে বিএনপি অফিস থেকে যুবদল একটি মিছিল বের করে। মিছিলে পুলিশ লাঠি চার্জ করলে যুব দলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এতে শুরু হয় সংঘর্ষ।
প্রায় ৩০মিনিটে ওই সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানেগ্যাস ছুঁড়ে। এ সময় পুলিশ যুবদল কর্মী মাসুদ সহ কয়েকজনকে আটক করে।
পুলিশের দাবী, বিএনপির লোকজন তাদের একটি গাড়ি ভাংচুর করেছে।