আমি হব বিসিবির ইতিহাসে সেরা প্রেসিডেন্ট : সাকিব

Slider খেলা

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথাই বলেছেন সাকিব আল হাসান। এর ফাকে বিসিবি নিয়ে নিজের ভবিষ্যত পরিকল্পনাও ব্যক্ত করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি বলেছেন, সুযোগ পেলে তিনি হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেরা প্রেসিডেন্ট।

গত শনিবার ক্রিকফ্রেঞ্জির সাথে লাইভ মিডিয়া সেশনে সাকিব কথা বলেন অনেক বিষয় নিয়ে। যার মধ্যে ছিল শ্রীলঙ্কায় টেস্ট না খেলে তার আলোচিত আইপিএল খেলার সিদ্ধান্ত, বিসিবির পরিকল্পনা, দেশের ক্রিকেটারদের মূল্য দেয়াসহ নানা কথা।

এর মধ্যে ভবিষ্যত বিসিবির সভাপতি প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি জানি আমি হব বিসিবির ইতিহাসে সেরা প্রেসিডেন্ট। আমি বিশ্বাস করি এটা সম্ভব। বিসিবির যেকোনো পজিশনে যদি আমি যেতে পারি তাহলে আমার মতো কাজ কেউ করতে পারবে না। আমি অবসরের পরও ক্রিকেটের সাথে থাকব। এবং যদি সুযোগ পেলে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার, আমি তা গ্রহণ করব।’

৩৪ বছর বয়সী সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট-বলে দেশের হয়ে তার অবদান অনেক। সাকিবের বিশ্বাস, আরো তিন-চার বছর, সর্বোচ্চ ছয় বছর তিনি ফর্মের সাথে খেলা চালিয়ে যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *