‘দেশবিরোধী কর্মকাণ্ড হলে শক্ত আইনগত ব্যবস্থা নেয়া হবে’

Slider জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবে দেশবিরোধী কর্মকাণ্ড হলে শক্তভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে একটি পক্ষের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, যারা ইতিমধ্যে এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা আশা করবো তাদের শুভবুদ্ধির উদয় হবে। এ ধরনের দেশবিরোধী ও দেশের সুনাম ক্ষুণœ হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানাচ্ছি। এমন কোন কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করা হলে শক্তভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রয়েছে। তবে আসন্ন উৎসবের সঙ্গে দেশের সুনাম জড়িত। এজন্য এমন কর্মসূচিকে সরকার বিরোধী না বলে দেশবিরোধী বলছি।

উৎসবে আমন্ত্রিত বিদেশী রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এখানে নিরাপত্তার বিষয়ে কম্প্রোমাইজের সুযোগ নেই। এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে ভিভিআইপি নিরাপত্তার যে প্রটোকল রয়েছে সে অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। আসন্ন উৎসবে কোন নিরাপত্তার ঝুঁকি নেই। তবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *