শ্রীপুরে গজারীবন থেকে আক্রমন হয় ট্রেনের ইঞ্জিনে

Slider টপ নিউজ

train-0

শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: জামালপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি শ্রীপুর
স্টেশেনে পৌঁছার একটু আগ মুহূর্তে গহীন গজারী বন থেকে দুর্বৃত্তরা বেশ
কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে চলন্ত ট্রেনে। বোমার দ্বগ্ধ হয় ৫জন। আহত
হয় আরো কমপক্ষে ১০জন। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটে।

দগ্ধরা হলেন, ময়মনসিংহের নানন্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের হোসেন (৬০),ভালুকা উপজেলা প্রাণী সম্পদ অফিসের এমএলএসএস আফাজ উদ্দিন (৫০), গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি গ্রামের চাল ব্যবসায়ী কাজিম উদ্দিন (৪৫) ও শান্তিবাগ এলাকার দিনমজুর মফিজ উদ্দিন (৬০)। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদশীরা জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের
দক্ষিণ পাশে আউট সিগন্যালের কাছে ওই ঘটনা ঘটে। ৫১ নং আপ জামালপুর কমিউটার এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করার একটু আগ মুহূর্তে গজারী বন থেকে হঠাৎ ট্রেনের উপর বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। বিকট শব্দ পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটে বলে সূত্র জানায়।

ঘটনার সঙ্গে স্থানীয় এলাকাবাসী ,পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন
করে। অতঃপর আহতদের শ্রীপুর হাসপাতালে নিয়ে যায়।
train-1

ট্রেনের সুপারভােইজার কামরুল হাসান জানান, কিছু বোঝে উঠার আগেই হঠাৎ আক্রমন হয়। বিকট শব্দে বেশ কয়েকটি বোমা ও ককটেল হামলা হয় ট্রেনের উপর। এতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ক্ষতিগ্রস্থ হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে দুটি পেট্রলবোমার
আলামত উদ্ধার করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার শহিদুল ইসলাম
জানান,, ট্রেনে বোমা হামলায় সিডউলের কোন ব্যাঘাত ঘটেনি। ট্রেন চলাচল
স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *