সভাপতি আওয়ামী লীগের খসরু, সম্পাদক বিএনপির কাজল

Slider ফুলজান বিবির বাংলা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে এডভোকেট আব্দুল মতিন খসরু এবং সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ ৮ টি পদে এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা ৬টি পদে নির্বাচিত হয়েছেন।
সাদা প্যানেল থেকে বিজয়ী হলেন- সভাপতি পদে এডভোকেট আব্দুল মতিন খসরু(২৯৬৮), সহ-সভাপতি পদে মোহাম্মদ শফিক উল্ল্যা (২৬১১), কোষাধ্যক্ষ পদে মোঃ ইকবাল করিম ( ২৮৭৪), সহ-সম্পাদক পদে শাফায়াত সুলতানা রুমি (২৫১৩), সদস্য পদে মাহফুজুর রহমান রুমন (২৮২৯), এ বি এম শিবলী সাদেকিন ( ২৮০৭), মিন্টু কুমার মন্ডল (২৫০৭), মুনতাসির উদ্দিন আহমেদ (২৪৩৭)। অপরদিকে নীল প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন- সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল
প্রাপ্ত ভোটঃ ৩০৯৫, সহ-সভাপতি পদে মোঃ জালাল উদ্দিন- প্রাপ্ত ভোটঃ ২৭৪৭, সহ-সম্পাদক পদে মাহামুদ হাসান- প্রাপ্ত ভোটঃ ২৭২৪। সদস্য পদে এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ- প্রাপ্ত ভোটঃ ২৮০৫, পারভীন কায়সার মুন্নী- প্রাপ্ত ভোটঃ ২৫৩৮, রেদোয়ান আহমেদ রানজিব
প্রাপ্ত ভোটঃ ২৪৩৯।
নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী একবছর সর্বোচ্চ আদালতের আইনজীবীদের প্রতিনিধিত্ব
করবে। ২০২১- ২০২২ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গত বুধ ও বৃহস্পতিবার দু’দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ হয়। এতে ৫ হাজার ৬৭৬ আইনজীবী তাদের ভোট দেন। মোট ভোটার ছিলেন ৭ হাজার ৭২২ জন আইনজীবী। সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদে ৫১ প্রার্থী নির্বাচনে অংশ নেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাইকোর্টের বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *