কুমিল্লায় বাসে আগুন : শিশুসহ ২ জনের মৃত্যু, আহত ১৭

Slider জাতীয়

কুমিল্লায় যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে মতলব অভিমুখী মতলব এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন এক শিশু ও বয়স্ক একজনের দগ্ধ লাশ বাসটি থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের মৃত সোনা মিয়া মেম্বারের ছেলে রফিকুল ইসলাম (৬৫) ও একই উপজেলার বনুয়াকান্দি গ্রামের সাইফুলের ছেলে সাফিন (৫)। তবে আহতদের সবার পরিচয় পাওয়া যায়নি।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গুরুতর আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে, পাঁচজনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *