কয়েক ঘণ্টার মধ্যে স্বাভাবিক হবে চট্টগ্রামের ট্রেন চলাচল

চট্টগ্রাম রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে ফিশপ্লেট খুলে নেওয়ার কারণে চট্টগ্রামগামী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সমস্যা সমাধানের কাজ পুরোদমে চলছে। কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী।

 

তিনি জানান, এ নিয়ে চট্টগ্রামে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখান থেকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সব রকম সিদ্ধান্ত নেওয়া হবে। সকাল ৭টা ৪০ মিনিটে মহানগর প্রভাতী ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার কথা থাকলে সেটি অনির্ধারিত বিলম্ব হবে বলে জানিয়েছেন তিনি। সে কারণে অনেকের কাছ থেকে টিকিট ফেরত নিচ্ছেন।

 

সোমবার সকাল সাড়ে ৬টায় চট্টগ্রামের মিরসরাইয়ের কাছে রেললাইনের ফিশপ্লেট দুর্বৃত্তরা খুলে নেওয়ায় ময়মনসিংহ এক্সপ্রেসের ইঞ্জিন ও অপর দুটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *