দিলীপ ঘোষের অভিযোগের জবাবে তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া

Slider জাতীয়

কলকাতা: বাংলাদেশের অভিনেতা ফেরদৌস তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করেন। বাংলাদেশের ক্রিকেটার সাকিব তৃণমূল বিধায়কের পুজো উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রতিবেশী রাষ্ট্রের স্লোগান জয় বাংলা উচ্চারণ করেন – আসলে মমতা বন্দোপাধ্যায় এর অভিসন্ধি অন্য। তিনি গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছেন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিতে চাইছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই ফেসবুক পোস্ট তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজভবনে নরেন্দ্র মোদির নেতাজি সম্পর্কিত সভায় জয় শ্রীরাম ধ্বনি শুনে ভাষণ না দিয়ে ডায়াস ছাড়ার মুহূর্তে মমতা জয় বাংলা বলেন। দিলীপ বাবুর আক্রমণ তাই নিয়েই। তিনি লিখেছেন, প্রতিবেশী রাষ্ট্রের স্লোগান এই ভাবে বলা যায় নাকি? তাই গন্ধটা তার সন্দেহজনক ঠেকছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় দিলীপ বাবুর এই বক্তব্যের জবাব দেওয়ার যোগ্য নয় বলেছেন।

কিন্তু, তৃণমূলের মুখপাত্র প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, দুই বাংলার ভাষা এক, সংস্কৃতি এক, খাদ্যাভাস এক, সেখানে জয় বাংলা বললে স্লোগান ধার করা হয়না। বরং প্রতিবেশীকে সম্মান জানানো হয়। যে নেত্রী প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ত নিয়ে শ্রদ্ধাশীল তার বিরুদ্ধে এই সংকীর্ণ অভিযোগ মানায় না। দিলীপ-দা শ্রদ্ধেয় নেতা। তার একটু ওজন মেপে কথা বলা উচিত। উল্লেখ্য, বিজেপি অভিযোগ করছে মমতা বন্দোপাধ্যায় এর তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে ভুয়া ভোটার এনে নির্বাচন জেতার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *