পাথরঘাটা পৌর নির্বাচন : নৌকায় ভোট দিলে ভোট কেন্দ্রে যাবেন, না হলে যাবেন না

Slider টপ নিউজ

বরগুনা: আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে শুরু হবে বরগুনা পাথরঘাটা পৌর নির্বাচন। শনিবার পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নৌকায় ভোট দিলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, না হলে যাওয়ার দরকার নেই।’

এ দিকে তার এ বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে পৌর এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে চলছে বিভিন্ন গুঞ্জন। তার এমন বক্তব্যে আতঙ্ক বিরাজ করছে এলাকার সাধারণ ভোটারদের মধ্যে। ভোটাররা দাবি করে বলছে, যে করেই হোক নিরপেক্ষ নির্বাচন হতে হবে।

এ ব্যাপারে পাথরঘাটা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, ‘আমি ঘটনার সত্যতা যাচাই করে দেখছি। যদি ঘটনার সত্যতা পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এটি আওয়ামী লীগের একান্ত উঠান বৈঠক। আমার কর্মীদের উদ্দেশ্য করেই আমি এ কথা বলেছি। এটি কোনো সাধারণ ভোটারের জন্য বলা হয়নি। আমি কি এ কথাটুকু আমার দলীয় কর্মীদের বলতে পারবো না?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *