২৭শে জানুয়ারি টিকা দেয়া শুরু

Slider ফুলজান বিবির বাংলা

আগামী ২৭শে জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ করা হবে। টিকাদানের এ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ কিডনি হাসপাতাল পরিদর্শনে এসে একথা জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এ সময় সচিব আব্দুল মান্নান বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তিন কোটি ভ্যাকসিন কেনার চুক্তি করেছি আমরা। এরই মধ্যে ভারত আমাদের ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিয়েছে। এর মধ্যে আমাদের কেনা আরও ৫০ লাখ ভ্যাকসিন দেশে চলে আসবে। ২৭শে জানুয়ারি থেকে আমরা কার্যক্রম শুরু করব।

এদিন মোট ২৫ জনের দেহে টিকা প্রয়োগ করা হবে। পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ৫টি হাসপাতালে ৪০০-৫০০ জনকে টিকা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *