গাজীপুরে সাংবাদিক আবু বকর সিদ্দিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ

Slider বিনোদন ও মিডিয়া


গাজীপুর: গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মোঃ আবু বকর সিদ্দিকের উপর হামলার প্রতিবাদে গাজীপুরের হোতাপাড়ায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে আজ শুক্রবার বেলা ১১ টায় হোতাপাড়া বাসস্ট্যান্ডে রমজান আলী রুবেলের সভাপতিত্বে মোশাররফ হোসাইন প্রধানের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. একেএম রিপন আনসারী, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, এশিয়ান টিভি গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, যুগান্তর প্রতিনিধি এমএ কাশেম,মাই টিভি প্রতিনিধি মাহবুবুল আলম,দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি লাভলু মিয়া,গাজীপুর সদর প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মইজুদ্দিন পারভেজ,গাজীপুর সদর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রাকিবুল হাসান আহাদ,আইন বিষয়ক সম্পাদক সোহাগ রানা,মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার, সহ সমাজ কল্যান সম্পাদক জুয়েল আলম, সাংবাদিক জেমি শেখ ও আহত সাংবাদিক পূত্র হাফিজুর রহমানসহ অন্যান্য ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী কাল সন্ধ্যার মধ্যে আসামী গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য: সংবাদ প্রকাশের জেরে গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধ্যে ফেলে রেখে যায় পরবর্তীতে প্রতক্ষ্যদর্শী ও পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *