টঙ্গীতে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, সিলেটে বাসে আগুন

Slider জাতীয়

Boma_sm_633375023

গাজীপুর: টঙ্গীতে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িটি পুঁড়িয়ে
দিয়েছে শিবির কর্মীরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার(৩১ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর
চেরাগআলী এলাকার সুরতরঙ্গ রোডে ওই ঘটনা ঘটে।

পুঁড়িয়ে দেয়া কাভার্ডভ্যানের পিছনে থাকা বাসের যাত্রী জনৈক আশিক বিন
ইদ্রিস  জানায়,আমাদের বাসের সামনে একটি কাভার্ডভ্যানে হঠাৎ
করে পেট্রোল বোমা নিক্ষেপ করে ছাত্র শিবির। এতে গাড়িটি পুঁড়ে যায়। সংবাদ
পেয়ে টঙ্গী ফায়ার সাভিস আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে জানতে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেনকে
ফোন করলে তিনি ফোন কেটে দেন।

এদিকে সিলেটে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় নগরীর সোবহানীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলংগামী একটি বাস নগরীর সোবহানীঘাট ওয়াল্টন শো-রুমের সামনে যাত্রী তোলার সময় ৪/৫ জন অবরোধ সমর্থক পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।

সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে বাসটির যাত্রীরা নিরাপদে সরে যাওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *