পৌর নির্বাচনে ভোট পড়েছে ৬২%

Slider জাতীয়

সারা দেশে দ্বিতীয় ধাপের পৌরনির্বাচনে ভোট পড়েছে ৬১ দশমিক ৯২ শতাংশ। গতকাল শনিবার দেশের ৬০টি পৌরসভায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসব পৌরসভায় মোট ভোটার ছিলেন ২০ লাখ ৯১ হাজার ৬৮১ জন। এর মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৗরসভায়। এ পৌরসভায় ভোট পড়েছে ৮৫ দশমিক শূন্য ৪ শতাংশ। এখানে ১১ হাজার ৮৬৭ভোটের মধ্যে ভোট পড়েছে ১০ হাজার ৯২টি।
এ পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকার সাভার পৌরসভায়। এ পৌরসভায় ১ লাখ ৮৮ হাজার ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৬৩ হাজার ১৭৯ জন। ভোটের হার ৩৩ দশমিক ৫৯ শতাংশ। এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *