বিয়ানীবাজারে ছাত্রলীগের গুলিতে কিশোর নিহত

Slider বাংলার আদালত

arms
সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখলে জের ধরে বিয়ানীবাজারে ছাত্রলীগ ও শ্রমিকলীগের মধ্যে সংঘর্ষে সবজি ব্যবসায়ী কিশোর নিজু (১৬) মারা গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানান, রাতে দু দল শ্রমিকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি একপর্যায়ে ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত গড়ালে খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থালে পৌঁছে। এরই মধ্যে ছাত্রলীগের জামাল গ্রুপ ও শ্রমিকলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিজু (১৬) মারা যান। ওসি জুবের আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *